॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি ৩টি উপজেলার মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকেলে পাংশা শিল্পকলা একাডেমীতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় পতাকা ও মহিলা আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কর্মসূচী শুরু করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাফিয়া খাতুন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন।
বক্তরা স্বাধীনতা বিরোধী চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত ৩৩৪নং আসনের জাতীয় সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক-১ শিরিন রুখসানাসহ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ এস.এম কায়কোবাদসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশায় তিনটি উপজেলার মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
