Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে নারী ও শিশু নির্যাতন বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

॥এম.এইচ আক্কাছ॥ ‘নারী ও শিশু নির্যাতন রোধ করি, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই সেপ্টেম্বর সকালে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর মাঠে প্রধান অতিথি হিসেবে র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক সেলিম মুন্সি, অন্যান্যের মধ্যে সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ, রাশেদ রায়হান, আসজাদ হোসেন আজু শিকদার, শামীম শেখ, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহা, ক্ষুদে সাইক্লিস্ট ইমরুল হাসনাত প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সচেতনতামূলক এই র‌্যালীটি ইতিবাচক সাড়া ফেলবে বলে আমি বিশ্বাস করি।
স্থানীয় শতাধিক যুবক বাই সাইকেল নিয়ে এই র‌্যালীতে অংশগ্রহণ করে। ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে র‌্যালীটি দৌলতদিয়া ঘাট হয়ে হয়ে উজানচর মঙ্গলপুর শামছুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে শেষ হয়। সেখানে জুম্মার নামাজ শেষে র‌্যালীতে অংশগ্রহণকারীরা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর সহযোগিতায় ‘গোয়ালন্দ সাইক্লিস্ট’ নামের একটি সংগঠন এই সাইকেল র‌্যালীর আয়োজন করে।