॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দে স্থানীয়দের উদ্যোগে নির্মিত আব্দুল হালিম মিয়া কলেজের নিজস্ব ভূমিতে গতকাল শনিবার সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি ভরাট ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে প্রায় এক একর জমি মাটি ভরাট কর্মসূচীর শুরুতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে নির্ধারিত স্থানে মাটি ভরাট কর্মসূচীতে অংশ গ্রহণ করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ফকীর নুরুজ্জামান, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আকতার, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আকতার, উপজেলা আ.লীগ সহ-সভাপতি জালাল উদ্দিন ফকির, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা ব্যবস্থাপক কোব্বাত হোসেন, মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি গণেশ পাল, সাংবাদিক রাশেদ রায়হান, মোঃ আকতারুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য সেলিম খানসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাটি কাটা শেষে সবাই একটি করে ফলদ ও বনজ গাছের চারা রোপন করেন।