Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন। সভায় বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, ছিনতাই, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় -মাতৃকণ্ঠ।