Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে ‘‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম ব্র্যাক এ আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ব্র্যাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ, জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রাজবাড়ীর টেকনিক্যাল ম্যানেজার এস.এম আফছার হোসেন, যশোরের টেকনিক্যাল ম্যানেজার এস.এম সরোয়ার হোসেন, আয়শা আবেদ ফাউন্ডেশন রাজবাড়ী সেন্টারের ম্যানেজার মোঃ মুসা মিয়া, ব্র্যাকের এইচএনপিপি’র এরিয়া ম্যানেজার গীতা বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের মাধ্যমে রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে বাল্য বিবাহ, নারী ও শিশুর প্রতি নির্যাতন, যৌন হয়রানী ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক।