॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে ইসলামী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৯ই সেপ্টেম্বর সকাল ১০টায় বানীবহ বাজারের টাওয়ার মার্কেট প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
ইসলামী ব্যাংক লিঃ এর যশোর জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লিঃ-এর রাজবাড়ী শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বানীবহ বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত্বাধিকারী ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, বার্থা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যবসায়ী মোঃ মাহতাব উদ্দিন খান, বার্থা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী প্রামানিক এবং বানীবহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার।
বক্তাগণ বলেন, ইসলামী ব্যাংক লিঃ ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত দেশের শীর্ষস্থানীয় বেসরকারী একটি ব্যাংক। সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকটি সর্বস্তরের গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমানত জমা, বড় বড় প্রকল্পে বিনিয়োগ ও ফরেন রেমিটেন্স আনার ক্ষেত্রে ব্যাংকটি বড় ভূমিকা রাখছে। আলোচনা পর্বের শেষে দোয়া-মোনাজাত ও ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংকের বানীবহ বাজার এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংকের কর্মকর্তাগণ জানান, সাধারণ শাখাগুলোর পাশাপাশি জনগণের সুবিধার্থে সারা দেশের ৬ শতাধিক এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। চলতি, সঞ্চয়ী হিসাব, আমানত ও হজ্বের অর্থ জমা, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, বিনিয়োগ, অর্থ লেনদেন, কৃষক ও শিক্ষার্থীদের হিসাব, ফরেন রেমিটেন্স আনাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হয়। বানীবহ বাজারে এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ার ফলে স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ হাতের কাছে সকল ধরনের ব্যাংকিং সেবা পাবে। ইসলামী ব্যাংক লিঃ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ আমন্ত্রিত অতিথি ও বানীবহ বাজারের ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর বানীবহ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
