॥ফরিদপুর প্রতিনিধি॥ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি)’র ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিসিসি’র ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সনৎ কুমার দাসের সভাপতিত্বে বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা হাসান কাজল, প্রশিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী প্রশিক্ষক মনিরুল ইসলাম, এনজিও গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো প্রমুখ উপস্থিত ছিলেন। ২০জন শারীরিক প্রতিবন্ধী ২০দিনের এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে। তাদের যাতায়াত ভাতা ও খাবার প্রদানসহ প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদপত্র ও ১২হাজার টাকা করে প্রদান করা হবে।
ফরিদপুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন
