॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেছেন শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গতকাল ৮ই এপ্রিল বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১২শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাজমুল আলম, বহরপুর ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান সেখ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, বহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান, মুরাদ হোসেন, মোস্তফা ও আইয়ুব আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আঃ হান্নান মোল্যা, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুর ছাত্তার খান, সাধারণ সম্পাদক সামসুল আলম সূফী, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ মকবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ আয়ুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ভানু কুমার সোম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কালুখালীর রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, ২০১৯ সালের মধ্যে বালিয়াকান্দি উপজেলার প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। বহরপুরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাট পাকাসহ ব্রিজ-কালভার্টের কাজ চলমান রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের উন্নয়নমূলক কাজ জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।