Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চরনারায়ণপুর ইমাম বাড়ী শরীফে পবিত্র মহররমের শোক মজলিশ

গত ৫ই সেপ্টেম্বর রাতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের ইমাম বাড়ী শরীফে শোক মজলিশে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হালকা কাদেরীয়ার গদ্দিনশীন পীর হযরত সৈয়দ মোরাশ্শিদ আলী আল-কাদেরী পবিত্র মহররমের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। এ সময় হালকা কাদেরীয়ার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন -রফিকুল ইসলাম।