Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের ৬৯জনের পদ শূন্য

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগে দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় ৬৯জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। ফলে সরকারী কার্যক্রম ধীর গতিতে চলায় জনসংখ্যা নিয়ন্ত্রণ লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।
জানাগেছে, জেলায় পরিবার কল্যাণ পরিদর্শিকা ১১জন, পরিবার কল্যাণ সহকারী ৫৭জন ও গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ গত ১বছর যাবৎ শূন্য রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে পরিবার পরিকল্পনার কোন কর্মী মাঠ পর্যায়ে নাই। চন্দনী, খানগঞ্জ, পাঁচুরিয়া ও মূলঘর ইউনিয়নে মাত্র ১জন কর্মী দিয়ে ধীর গতিতে কার্যক্রম চলছে।
রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মোঃ শোয়েব আলী মিঞা জানান, সদর উপজেলার উদরপুর ও মূলঘর ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা(ভিজিটর) ও ২৭জন পরিবার কল্যাণ সহকারী পদ শূণ্য রয়েছে। আগামী জুন মাস পর্যন্ত আরো ১৭জন কর্মচারী অবসরে যাচ্ছেন।
তারপরও জেলার পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ উপজেলার জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমের চেয়ে রাজবাড়ী সদর উপজেলার কার্যক্রম ভালো। রাজবাড়ী পৌরসভার পরিবার কল্যাণ সহকারী ভাস্বতী বিশ্বাস কয়েকবার রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিভাগের বিভাগীয় পুরস্কারও পেয়েছেন।
রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) কাজী ফারুক আহমেদ জানান, জেলায় ৪৩জন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ১৪২জন পরিবার কল্যাণ সহকারী দিয়ে ১১লক্ষ ৯হাজার জনসংখ্যার মধ্যে অল্প সংখ্যক জনবল দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। ২০১৫ সালের ২৬শে জুন পত্রিকায় ১৫জনের শূন্য পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জটিলতায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়নি। কবে নাগাদ পরীক্ষা হবে তা কেউ বলতে পারেন না। আগামী জুন পর্যন্ত আরো কর্মচারী অবসরে যাচ্ছেন। ফলে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।