॥চঞ্চল সরদার॥ মুজিব বর্ষ ২০২০-২০২১ উপলক্ষে বৈদ্যুতিক পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যৎ বিভাগের অতিরিক্ত সচিব(প্রশাসন) মোঃ মাকছুদা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মুজিব বর্ষ ২০২০-২০২১ পালন উপলক্ষে বৈদ্যুতিক পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে আজকে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হলো। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী হবে। কর্মসংস্থান হবে। বেকারত্বের সমস্যা কমবে। প্রশিক্ষিতরা দেশে-বিদেশে কাজ করতে পারবে। যারা এই ট্রেনিং নিবে তাদেরকে ভাষার উপর দক্ষ হতে হবে।
ভিডিও কনফারেন্সে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদারসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের উদ্যোগে রাজবাড়ীর ৩০ জন ছেলে-মেয়েকে ২মাসব্যাপী বৈদ্যুতিক প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রাপ্তরা দেশে-বিদেশে কাজ কররার সুযোগ পাবেন।
সারা দেশে একযোগে বৈদ্যুতিক পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
