Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৪৩জন আহত॥বাড়ী ভাংচুর

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটি খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল ৫ই সেপ্টেম্বর সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪৩জন আহত হয়েছে।
আহতদেরকে বালিয়াকান্দি, মধুখালী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা রয়েছে। এছাড়াও সংঘর্ষের সময় ৫/৬টি বাড়ী ভাংচুর করা হয়েছে।
জানা গেছে, গত ৪ঠা সেপ্টেম্বর সন্ধ্যায় বিরোধপূর্ণ জমিতে পাটকাঠি নেয়াকে কেন্দ্র করে খালকুলা গ্রামের বাচ্চু মোল্লা ও হারুন শেখের পক্ষের মধ্যে ঝামেলা হয়। এর জেরে গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাচ্চু মোল্লার পক্ষের ৩০জন ও হারুন সেখের পক্ষের ১৩জন আহত হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আক্কাস, শাহীন, শাহিদা, হান্নান, মান্নান, সায়েম, ওয়াজেদ, মুর্শিদ, আসাদ, আসাদ, খোকন, রোকন, এমামুল, আপরোজা, মুরাদ, সেলিম, পিকুল, রফিকের নাম জানা গেছে।
এ ব্যাপারে এক পক্ষের বাচ্চু মোল্লা বলেন, হারুন শেখদের সাথে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে মামলা চলে আসছে। এর জেরে তারা জোটবদ্ধ হয়ে হামলা চালিয়ে আমার বাড়ী ভাংচুর করাসহ প্রায় ৩০ জনকে আহত করেছে।
অপর পক্ষের হারুন শেখ বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে বাচ্চু মোল্লা ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে ৪/৫টি বাড়ী ভাংচুরসহ ১৩ জনকে আহত করেছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে ১৭জন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আরো বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পরিদর্শক(তদন্ত) ওবায়েদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।