Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

॥এম.এইচ আক্কাছ॥ ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’-শ্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
গত ৩রা সেপ্টেম্বর বিকালে নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
তিনি তার বক্তব্যে বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমী যে মহৎ উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই। যুবকদের যদি এভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে ব্যস্ত রাখা যায় তাহলে তাদের শরীর ও মন সুস্থ থাকবে এবং তারা মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকবে।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি ও ক্যাম্পের কোচ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন তালুকদার, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও ফুটবল একাডেমীর উপদেষ্টা নাসির উদ্দিন রনি, ইউনিয়ন পরিষদ সচিব ও ফুটবল একাডেমীর উপদেষ্টা ইব্রাহীম সরদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি ও ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক সাজ্জাদ হোসেন জানান, আমরা বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এই ক্যাম্পের আয়োজন করেছি। এবারের ক্যাম্পে অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-২১ বয়সী মোট ৬০ জন ফুটবলার অংশ নিচ্ছে।