॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ গতকাল ৩রা সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে ঘিরে মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র রামকোল-বাহাদুরপুর গ্রামস্থ বাংলোবাড়ী নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
দুপুর দেড়টায় মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুজা উদ্দিন মৃধা ওরফে সুরুজ মৃধার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জনগণের অবস্থার উন্নয়ন হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ এর সুফল ভোগ করছে। তাই নেতাকর্মীদের দলের ভাবমুর্তি, সরকারের উন্নয়ন ও অর্জনকে ধরে রাখতে হবে।
এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, জীবনবাজি রেখে এলাকায় দলকে সুসংগঠিত করেছি। দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমাদের সন্তানদের দ্বারা যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কেউ যেন মাদক ব্যবসার সাথে কিংবা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে না পড়ে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক কষ্ট করে আমরা দলকে গুছিয়েছি। দল আজ সুসংগঠিত হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের যাতে আস্থা বৃদ্ধি পায় তার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করতে হবে।
এলাকার উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে এলাকার ১২৫টি নতুন রাস্তা সংস্কারের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। গড়াই নদীর নাদুরিয়া ঘাটের ব্রিজের জন্য রি-টেন্ডার দেওয়া হয়েছে। মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের জন্য ৪তলা বিশিষ্ট নতুন ভবন, মাছপাড়া কলেজে একটি নতুন ভবন এছাড়া জায়গা দেওয়া সাপেক্ষে মাছপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি স্বাধীনতা পরবর্তী সময়ের রাজবাড়ী-২ আসনের প্রথম জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা খোন্দকার নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে বিএনপির সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা-নির্যাতনের তথ্য তুলে ধরেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগর সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী প্রামানিক।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, কলিমহর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু ও আব্দুল জলিল বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী ও খোন্দকার সেলিম হোসেন রনো, পাংশা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চাঁদ আলী খান, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদার, কসমামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিলসহ পাংশা উপজেলা আওয়ামী লীগ, মাছপাড়া ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের দলের ভাবমুর্তি ও সরকারের অর্জন ধরে রাখতে হবে—এমপি জিল্লুল হাকিম
