Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের তহবিল থেকে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী উপজেলা পরিষদের নিজস্ব তাহবিল থেকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল ৩রা সেপ্টেম্বর বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন ও এই ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, অন্যান্যের মধ্যে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তাফা বাচ্চু, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদ হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, যে ক্রীড়া সামগ্রীগুলো দেয়া হচ্ছে সেগুলো যেন ফেলে রাখা না হয়, শিক্ষার্থীরা যেন সেগুলো দিয়ে খেলাধুলা করতে পারে। গত শনিবার আমি একটা স্কুলে গিয়েছিলাম। সেখানকার এক ছাত্রী বলেছিল তাদের খেলাধুলা করার মতো কিছু নাই। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে বলে এসেছিল তোমরা খুব তাড়াতাড়িই কিছু খেলাধুলার সামগ্রী পাচ্ছো। তার মানে মেয়েদেরও খেলাধুলার প্রতি চাহিদা আছে। ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়ার জন্য ব্রেনের যে অক্সিজেনের দরকার হয়, সেটা তখনই আসবে যখন শরীর অ্যাক্টিভ থাকবে। বসে থাকলে একটা ঝিমুনি আসে, তার মানে মাথায় অক্সিজেন যায় না। তাই ব্রেন অ্যাক্টিভ রাখতে হলে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই। আজকে যেসব দুস্থ মহিলা সেলাই মেশিন পাচ্ছে, আমি আশা করবো তারা সেলাই মেশিনগুলোকে ব্যবহার করে সাবলম্বী হবে।
আলোচনা পর্বের শেষে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে (৪৩টি স্কুল ও ১৯টি মাদ্রাসা) ক্রীড়া সামগ্রী (২টি করে ফুটবল, ২টি করে ক্রিকেট ব্যাট ও স্টাম্প) বিতরণ এবং ৬ জন দুস্থ মহিলাকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।