Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সজীবের সুচিকিৎসায় ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের অর্থ সহায়তা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বাগমারার সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজে কাজ করার সময় ৩তলা থেকে পড়ে গুরুতর আহত হওয়া রং মিস্ত্রী কামরুল হাসান সজীব(৩৫) এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম।
গতকাল ৩রা সেপ্টেম্বর সন্ধ্যায় আমাদের রাজবাড়ী সামাজিক উন্নয়ন সংগঠনের সদস্যদের মাধ্যমে তিনি ১০ হাজার টাকার একটি ফরেন রেমিট্যান্স স্লিপ বড় ফুপু নজীবুন নেছা ও ছোট ভাই ইমরুল হাসান সজলের হাতে তুলে দেন। শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ গোলাম আলীর বাসভবনে রেমিট্যান্স স্লিপটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমাদের রাজবাড়ী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি নীল আকাশ, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম হীরা ও সদস্য আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, গোলাম রাব্বানী ও ইদ্রিস আলী মিটুল প্রমুখ। চিকিৎসাধীন সজীবের পরিবারের পক্ষ থেকে মোঃ আশরাফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গত ৩০শে আগস্ট দুপুরে কামরুল হাসান সজীব বাগমারা এলাকায় সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এ রংয়ের কাজ করার সময় ৩তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আহত সজীবকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১লা সেপ্টেম্বর বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ২রা সেপ্টেম্বর বিকালে সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সজীব রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের (মরহুম আক্কাছ আলী মিয়ার বাড়ীর পাশে) মৃত মনির হোসেনের ছেলে।
এ ঘটনায় গত ২রা সেপ্টেম্বর “উন্নত চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সহায়তা কামনা॥বাগমারায় সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজে তিনতলা থেকে পড়ে রং মিস্ত্রী সজীব গুরুতর আহত” শিরোনামে সাপ্তাহিক সাহসী সময় পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রবাসী মোঃ আশরাফুল ইসলামের দৃষ্টি গোচর হলে তিনি উক্ত সহায়তা প্রদান করেন।
সজীবের ছোট ভাই সজল জানান, গত সোমবার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতেই তার শরীরের কোমরের ভেঙ্গে যাওয়া স্থানগুলোতে জরুরীভাবে মিনি অপারেশনের মাধ্যমে রড ঢুকিয়ে টানা দিয়ে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ওইভাবে ১৫/১৬ দিন রাখার পর তার মেজর অপারেশন করা হবে। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার জন্য তারা সমাজের দানশীল ব্যক্তিবর্গসহ সকলের আর্থিক সহায়তা কামনা করেছেন। কেউ সাহায্য করতে চাইলে সজীবের ০১৭৬৩৮৩০৬৬০ ও তার মা রোকেয়া বেগমের ০১৯১৩৭০১৫৬১ নম্বর মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।