Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল হুদা

॥হেলাল মাহমুদ॥ সাংবাদিকতার মাধ্যমে সবুজ আন্দোলনে বিশেষ অবদান রাখায় ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাভার প্রতিনিধি নাজমুল হুদা।
‘সবুজ আন্দোলন’ সংগঠনের ১বছর পূর্তি উপলক্ষে গত ১লা সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জলবায়ু সমস্যা ও অনিশ্চয়তায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, অন্যান্যের মধ্যে সবুজ আন্দোলনের মহাসচিব অধ্যাপক মিজানুর রহমান, পরিচালক মোবারক হোসেন, আলহাজ্ব আলমগীর হোসেন, প্রশাসন ও প্রশিক্ষণ পরিচালক কামরুজ্জামান, কার্যকরী পরিষদের সভাপতি এডঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে সবুজ আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।
উল্লেখ্য, পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর নাজমুল হুদাসহ মোট ৮জনকে গ্রীনম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংবাদিক নাজমুল হুদা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের মরহুম ডাঃ আজম আলী খানের ছেলে।