Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সভা

॥মইনুল হক মৃধা॥ “আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক সভা করে। বেলা এগারটায় সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় এ অভিযান।
বন্ধুসভার সদস্যরা জমায়েত শেষে সরকারী কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গল পরিষ্কার করে বন্ধুসভার সদস্যরা।
এছাড়া গোয়ালন্দ পৌরসভার সহযোগিতায় ফগার মেশিন দিয়ে পুরো কলেজ চত্বরসহ বিভিন্ন শ্রেণী কক্ষে ঔষুধ ছিটানো হয়। কামরুল ইসলাম কলেজ ছাড়াও এফ কে টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, পৌরসভার কলেজ পাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সেই সঙ্গে ফগার মেশিন দিয়ে এডিশ মশার প্রজন্ন স্থান চিহিৃত কর ধংস করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
গোয়ালন্দ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা, সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, প্রভাষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন জাকির, গোয়ালন্দ পৌরসভার সচিব মোঃ রুহুল আমিন, বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, সাবেক সভাপতি ও প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, প্রভাষক নাসরীন আক্তার, যুগ্ম-সম্পাদক মইনুল হক মৃধা, নেদারল্যান্ড প্রবাসী বন্ধু কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসেন, বন্ধুসভার জাকির হোসেন, সদস্য বেলায়েত হোসেন, শামছুল হক, সজিব শাহরিয়ার, রেজাউল ইসলাম, নিলয় রানা, শরিফুল ইসলাম ও মোঃ সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন।