Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭’র প্রস্তুতি সভা

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা সেপ্টেম্বর দুপুরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে তার অফিস কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, ডাঃ আব্দুর রহমান, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক শাহজাহান আলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এবং কালুখালী থানার এসআই শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় খেলা পরিচালনার জন্য কয়েকটি উপ-কমিটি গঠন, ভেন্যু নির্ধারণ এবং লটারীর মাধ্যমে খেলার গ্রুপ নির্বাচন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, জাতীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ অনুষ্ঠিত হবে, তাই এই খেলার গুরুত্ব অনেক বেশী। আমার বিশ্বাস জেলার ৫টি উপজেলার মধ্যে কালুখালী উপজেলায় সবচেয়ে সুশৃঙ্খল,শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে খেলা অনুষ্ঠিত হবে।