Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানখানাপুর থেকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন থেকে একাধিক ডাকাতি মামলার আসামী নাসির খাঁ (৩২)কে গতকাল ১লা সেপ্টেম্বর সকালে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ বালিয়াচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাসির খাঁ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পূর্ব নলডুবি গ্রামের সিরাজ খাঁর ছেলে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলাম জানান, নাসির খাঁ ডাকাত দলের সক্রিয় সদস্য। সড়কে গাছের গুঁড়ি ফেলে ও বাসা বাড়ীতে হানা দিয়ে ডাকাতি করাই তার পেশা। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি ও গোয়ালন্দ ঘাট থানায় দুইটি ডাকাতি মামলা রয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে খানখানাপুর ইউনিয়নের বালিয়াচর গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।