॥চঞ্চল সরদার॥ পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ২৬শে আগস্ট থেকে ৬দিন ধরে বন্ধ থাকার পর গতকাল ১লা সেপ্টেম্বর থেকে রাজবাড়ীর জৌকুড়া-পাবনা নাজিরগঞ্জ নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।
সকালে জৌকুড়া ফেরী ঘাটে দায়িত্বরত ইজারাদারের প্রতিনিধি সোহেল রানা জানান, জৌকুড়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে একটি ফেরী নাজিরগঞ্জে পাঠিয়েছি। সেটা ঘুরে আসলেই আমরা ফেরী চালকের কাছ থেকে জানতে পারবো ফেরী চলাচল করতে পারবে কি না। ফেরী ঘুরে আসার পর তিনি মোবাইল ফোনে এই প্রতিনিধিকে বলেন, ফেরীর চালক তাকে বলেছেন নদীতে স্রোত কম আছে-তাই ফেরী চলাচলে কোন সমস্যা নেই।
জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরী ঘাটের ইজাদার মোস্তাফিজুর রহমান শরীফ বলেন, তীব্র স্রোতের বিপরীতে ফেরী চলাচল করতে পারছিলো না। সে কারণে গত ২৬শে আগস্ট থেকে ফেরী চলাচল বন্ধ ছিল। বর্তমানে স্রোত কম আছে। তাই গতকাল রবিবার থেকে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।
এই রুটে চলাচলকারী যাত্রী রহিম শেখ বলেন, ফেরী বন্ধ থাকলে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে বা লঞ্চে নদী পার হতে হয়। এই রুটে যে ২টি ফেরী চলাচল করে সেগুলো অনেক পুরোনো এবং ছোট। আমরা এখানে ফেরীর সংখ্যা বাড়নোর দাবী জানাই। সেই সাথে বড় এবং নতুন ফেরী যেন এই রুটে দেয়া হয়। তাহলে তীব্র স্রোত থাকলেও ফেরী চলাচল করতে পারবে।
৬দিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরী চলাচল স্বাভাবিক
