Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের রুহের মাগফেরাত দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥হেলাল মাহমুদ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ৩১শে আগস্ট বাদ যোহর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মোঃ মোকছেদুর রহমান খান মোমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান হাসান, খোন্দকার গোলাম কবির, হেলাল মাহমুদ, আজিজুল ইসলাম মন্টু, ইকবাল হায়দার মিলন, হামিদুল হক বাবলু, রতন সরকার, সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান, আসাদুজ্জামান চাঁদ, আক্কাছ আলী বাবু, আকাই মোল্লা, মাওলানা লুৎফর রহমানসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস এবং মাওলানা আব্দুস সালাম।