॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৯শে আগস্ট সকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ার শামসুদ্দিন আহমেদ প্রতিবন্ধী শিক্ষা প্রশিক্ষণ ও পুনর্বাসন বিদ্যালয় প্রাঙ্গণে গণযোগাযোগ অধিদপ্তরের ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’-শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় অটিজম সচেতনতা বিষয়ে মহিলা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, শামসুদ্দিন আহমেদ প্রতিবন্ধী শিক্ষা প্রশিক্ষণ ও পুনর্বাসন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ উদ্দিন আহমেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী মোল্লা।
বক্তাগণ অটিজম সচেতনতা বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমসহ মহিলা ও শিশুদের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল। স্থানীয় সুধীজন এবং বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর পাঁচুরিয়ায় অটিজম সচেতনতা বিষয়ে মহিলা ও শিশু সমাবেশ
