॥চঞ্চল সরদার॥ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৮শে আগস্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত অর্থে শিক্ষা বৃত্তি, জরুরী চিকিৎসা সহায়তা ও এককালীন অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা দিলসাদ বেগম উপস্থিত ছিলেন।
সমিতির রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল ইক বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সমিতির জেলা শাখার সহ-সভাপতি কাজী শামসুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জামান সভা সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, যখন ছেলে-মেয়ে বড় হয়ে যায় তখন বিভিন্ন কারণে মা-বাবার কাছে থাকে না। একটা পর্যায়ে সেখানে দুইজন মানুষ(স্বামী-স্ত্রী) থাকে। সেই সময়টায় যদি অন্যান্যদের সাথে যোগাযোগ থাকে তাহলে মানুষ সুস্থ থাকে। সেই কারণে এই সংগঠনের সাথে জড়িতরা আর্থিকভাবে লাভবান হতে না করতে পারলেও নিজেদের ক্ষতি কমাতে পারবে। আপনাদের অনেকের চিকিৎসার ক্ষেত্রে প্রতি মাসে অনেক টাকা খরচ হয়, কিন্তু সেই ব্যয় নির্বাহ করার সামর্থ্য সবার থাকে না। এই সমিতি সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আপনারা সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশা রইলো।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ ও সমিতির নেতৃবৃন্দ জেলা শাখার সদস্যদের মধ্যকার ৬জনের ছেলে-মেয়েকে ৫হাজার টাকা করে শিক্ষা বৃত্তি, জরুরী চিকিৎসার জন্য সমিতির ৭জন সদস্যকে ৫হাজার টাকা করে সহায়তা প্রদান এবং এককালীন অনুদান বাবদ ১৫ জনকে ২হাজার টাকা করে ও ১জনকে ১হাজার ৫শত টাকা প্রদান করা হয়।
রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অনুদান প্রদান
