Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা গত ২৭শে আগস্ট সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১-৩ সেপ্টেম্বর জোন পর্যায়ে এবং ৫ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দিনক্ষণ নির্ধারণ করা হয়। সভায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।