Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরের ভোকেশনাল রোডের ব্যবসায়ী রতনের ইন্তেকাল

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ভোকেশনাল রোডের রতন স্টোরের মালিক আবুল হাসেম খান রতন(৫৫) আর নেই। গত ২৭শে আগস্ট রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ২৮শে আগস্ট দুপুরে(বাদ জোহর) রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মাঠে জানাযার নামাজ শেষে তাকে ভোকেশনাল রোডস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জজ কোর্টের জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিকসহ পরিবারের সদস্যগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। সজ্জনকান্দা মধ্যপাড়া(পাবলিক হেলথ) জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাসুদ। এছাড়াও তার মৃত্যুর খবরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হাসেম খান রতন বেশ কিছুদিন যাবৎ কিডনীর জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করাতে হতো। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে এ্যাম্বুলেন্সে তোলার পরপরই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে আগামী ৩০শে আগস্ট শুক্রবার বাদ জুম্মা ভোকেশনাল রোডের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।