॥হেলাল মাহমুদ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে গতকাল ২৮শে আগস্ট দুপুরে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালীর চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানেটারী টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচী’র অবহিতকরণ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দিকী, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম মিয়া, সহকারী শিক্ষক তৈয়বুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মজিবর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোক্তা খাদিজা আক্তার রাকা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোক্তাদের তৈরী ‘প্রজাপতি’ নামের স্যানেটারী টাওয়েল বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীর মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর মধ্যে দুদকের লোগো সম্বলিত খাতা বিতরণ করা হয়।
উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী সদর উপজেলার ২টি ও গোয়ালন্দ উপজেলার ২টিসহ মোট ৪টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ২বছর মেয়াদে প্রজাপতি স্যানেটারী টাওয়েল বিতরণ কর্মসূচী শুরু করেছে। বিদ্যালয়গুলো হলো-রাজবাড়ী সদর উপজেলার কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও খানখানাপুরের তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়।
গোয়ালন্দে ‘প্রজাপতি স্যানেটারী টাওয়েল’ বিতরণের অবহিতকরণ সভা ও সেমিনার
