॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৭শে আগস্ট পাংশা শহরে প্রতিষ্ঠিত আইডিয়াল গার্লস কলেজ ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি আইডিয়াল গার্লস কলেজ জিবি’র সভায় যোগ দেন এছাড়া পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আইসিটি লার্নিং সেন্টার উদ্বোধন করেন তিনি।
জানা যায়, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আইসিটি লার্নিং সেন্টার উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
এ সময় এমপি মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী আইডিয়াল গার্লস কলেজ জিবির সভাপতি এবং পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তনা দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিল্লুল হাকিম এমপি ও তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট ১টি ভবনের বরাদ্দ প্রদান করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে দৃষ্টান্ত রাখতে পারলে এখানে আরও বরাদ্দ দেওয়া হবে।
পাংশা শহরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জিল্লুল হাকিম এমপি
