Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

॥রঘুনন্দন সিকদার॥ ‘পরিকল্পিত ফলচাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
গতকাল ২৭শে আগস্ট সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিগণসহ অন্যান্যরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সামাজিক বন বিভাগ ও বিভিন্ন নার্সারীর স্টলসহ মোট ৮টি স্টল রয়েছে। আগামী ২৯শে আগস্ট ৩দিনের এই ফলদ বৃক্ষ মেলা সমাপ্ত হবে।