॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যুবক সুজাত শেখ (২৬)কে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু ইমন শেখ(১৮)।
গতকাল ২৬শে আগস্ট সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া ট্রাক টার্মিনালের পাশের বাইপাস সড়কের মোড়ে এই হত্যাকান্ড সংঘঠিত হয়।
স্থানীয় লোকজন সুজাত হত্যায় ব্যবহৃত চাকুসহ ইমন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত সুজাত শেখ দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারের পাড়ার নূরু শেখের ছেলে। ঘাতক ইমন শেখ একই এলাকার হাসান শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে সুজাত শেখ, ইমন শেখ ও নূরু নামের অপর এক যুবকসহ তিন বন্ধু মিলে ঘটনাস্থলে দাঁড়িয়ে গল্প করছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইমন তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে সুজাতকে গুরুতর জখম করে। সুজাত মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ইমনকে চাকুসহ আটক করে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় জামালসহ একাধিক ব্যক্তি জানান, ঘটনার সাথে জড়িতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা একই সাথে মাদক সেবন ও বিক্রিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। মাদকের ঘটনাকে কেন্দ্র করে ঘটনার আগের দিন নূরু এবং সুজাত মিলে ইমনকে মারপিট করে। এর জের ধরেই ইমন এই হত্যাকান্ড ঘটায়।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে থানার এস.আই ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত চাকুসহ ইমনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৌলতদিয়া ঘাটে যুবক সুজাতকে কুপিয়ে হত্যা॥হত্যাকারী ইমনকে পুলিশে সোপর্দ
