Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটিসহ পৃথক ৩টি সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির সভা গতকাল ২৬শে আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রথমে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা জোরদারকরণের গুরুত্বারোপ করে সুদেকারবারী ও জমির জালিয়াতি চক্রের আইনী আওতায় আনার দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় কমিটি উপদেষ্টা পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব মোনা বিশ্বাস, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, কলিমহর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল মন্ডল, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা অপরাধ প্রবণতা রোধসহ সামাজিক অবক্ষয়মূলক কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে এলাকায় নানা অনিয়ম ও অসংগতি দূরীকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদারকরণে সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, গত এক মাসে উল্লেখযোগ্য পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। সেই সাথে বেশ কয়েকজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলার আসামী ও ওয়ারেন্টভুক্ত কয়েকজন আসামীকেও গ্রেফতারের তথ্য উল্লেখ করেন তিনি।
পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতরণের গুরুত্বারোপ করেন। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন।
উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি মাছপাড়া ইউপিতে ক্ষতিগ্রস্ত কালভার্ট ব্রিজ দ্রুত নির্মাণ এবং সরিষা ইউপির ডেমনামারা আশ্রয়ণ প্রকল্পের পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় যাতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দ্রুত কার্যকরী পদক্ষপ গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন। শেষে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় মাছপাড়া ও যশাই ইউপিতে আরও দুই জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়। উপজেলার সকল ইউপিতে খাদ্যবান্ধব কর্মসূচী যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।