Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে মৃত্যু হওয়া ভ্যান চালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

॥চঞ্চল সরদার॥ ডেঙ্গু জ্বরে মৃত্যু হওয়া রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ভ্যান চালক সাহেব আলী সরদারের পরিবারকে আর্থিক সহায়তা করেছে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মাটিপাড়া আঞ্চলিক শাখা।
গতকাল ২৬শে আগস্ট বিকালে ইউনিয়নের নেতৃবৃন্দ মাটিপাড়া বাজারের শাহিন এন্টাপ্রাইজ নামের একটি দোকানে মৃত ভ্যান চালক সাহেব আলী সরদারের স্ত্রী রহিমা বেগমের হাতে সংগঠনের পক্ষ থেকে সহায়তার ৭হাজার টাকা তুলে দেন।
এ সময় জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শুকুর মোল্লা, প্রচার সম্পাদক শমসের মোল্লা, সহ-সড়ক সম্পাদক আরশাদ আলী ও কার্যকরী সদস্য সৈয়দ আলী সরদার ছকাসহ মাটিপাড়া আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ও রিক্সা শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাটিপাড়া গ্রামের মোনছের আলী সরদারের ছেলে ভ্যান চালক সাহেব আলী সরদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯শে আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।