Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির নবাবপুর উচ্চ বিদ্যালয়ের দুই জেএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে অনিয়ম

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের ২জন জেএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্লাস রোল অনুযায়ী তাদের রেজিস্ট্রেশন না করে মেধাবী শিক্ষার্থীদের পাশে রেজিস্ট্রেশন করা হয়েছে।
যে ২জন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে এই অনিয়ম করা হয়েছে তারা হলো- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর খানের ছেলে সিনীদ খান এবং সহকারী শিক্ষক তাইজুল ইসলামের মেয়ে তামান্না।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বিগত বছরগুলোতে ক্লাস রোল অনুযায়ী রেজিস্ট্রেশন হয়ে আসছে। কিন্তু এবার তারা রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর করতে গেলে দেখতে পায় ছেলেদের রোল নম্বর ২ এর পাশে রোল নম্বর ২৩ (সিনীদ খান) এবং মেয়েদের রোল নম্বর ১ এর পাশে রোল নম্বর ৭ (তামান্না) এর রেজিস্ট্রেশন করা হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে জানালে তিনি বলেন, ‘বিষয়টি আমার অজান্তে হয়েছে। যারা রেজিস্ট্রেশন কমিটিতে ছিল তাদের সাথে কথা বলে পরে বিষয়টি দেখবো।’ কিন্তু পরবর্তীতে আর কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এজাজ কায়সার বলেন, যদি ওই বিদ্যালয়ে এভাবে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে অন্যায় করা হয়েছে।