Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা কৃষক সমিতি’র বর্ধিত সভায় তৃণমূলের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত

॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার এক বর্ধিত সভা গতকাল ২৫শে আগস্ট দুপুরে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার মন্ডলের সভাপতিত্বে সভায় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন, সদস্য এডঃ মানিক মজুমদার, রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, সদস্য ইলিয়াস খাঁ, সৌমেন দাস ভরত, ধীরেন্দ্রনাথ দাস, ক্বারী মোঃ শাহাবুদ্দিন, মুজিব আলম বকুল, দাউদ খাঁ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী ২৮শে সেপ্টেম্বর সাংগঠনিক প্রশিক্ষণের আয়োজন এবং উপজেলা ও গ্রাম কমিটিগুলো পুনর্গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।