Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গঙ্গাপ্রসাদপুরে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল

॥রফিকুল ইসলাম॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৪শে আগস্ট বিকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর রেলগেট সংলগ্ন মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি শামসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল।
প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি লিটন আক্তার পলাশ, বিশেষ আলোচক হিসেবে জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু, সদস্য আজম মন্ডল, মিজানপুর ইউনিয়ন(মধ্যাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান নাজমুল, মুরাদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল।
আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
দোয়া মাহফিল পরিচালনা করেন গঙ্গাপ্রসাদপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মোবারক হোসেন। জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শেখ ফরিদ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাইমা বেগম, রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সভানেত্রী মুক্তি রাণী কর, পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারুল বেগম, সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার মিতা, মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী তাপসী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদিকা আফরিন মাহফুজা বেনু, সাংগঠনিক সম্পাদিকা মেরিনা আক্তার, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, মিজানপুর ইউনিয়ন (পশ্চিমাঞ্চল) ছাত্রলীগের সভাপতি ইমরান নাজির, মিজানপুর ইউনিয়ন (মধ্যাঞ্চল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ নুরাল, মিজানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, মিজানপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ডের সদস্য জহির হোসেনসহ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।