Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জন্মাষ্টমী উপলক্ষে কালুখালীতে সভা-বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

॥মনির হোসেন॥ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ২৩শে আগস্ট বিকালে কালুখালীর শ্রী শ্রী মদন মোহন জিঁউ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রামপ্রসাদ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, কালুখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, মানিক কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভারতের অযোধ্যার মথুরার কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের রুপ নিয়ে ধরায় এসেছিলেন।
আলোচনা সভার শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে রতনদিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কালুখালী উপজেলা জন্মাষ্টমী পরিষদ এই আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।