॥মোখলেছুর রহমান॥ কালুখালীতে রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিলের পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত ১৯শে আগস্ট দুপুরে প্রধান অতিথি হিসেবে এই পাট ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন গোল্ডেশিয়া জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইরাদত আলী। এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ফাইভ স্টার পাট ক্রয় কেন্দ্রের সত্ত্বাধিকারী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, গোল্ডেশিয়া জুট মিলের পরিচালক অরূপ দত্ত হলি, শরিফুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোঃ বেলায়েত হোসেন, কুষ্টিয়ার আলামিন জুট মিলের এমডি সজীব, সোনাপুর বাজারের পাট ব্যবসায়ী কাজী শরিফুল ইসলাম, কালুখালী বাজারের পাট ব্যবসায়ী হাফেজ মাওলানা আব্দুল মালেক, মোনায়েম খান, নারুয়া বাজারে পাট ব্যবসায়ী আব্দুল হালিম এবং সোনালী ব্যাংক ও উউনিয়ন ব্যাংকের কালুখালী শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন এলাকার পাট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পাট ক্রয় কেন্দ্রের উদ্বোধনকালে কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ী জেলার কৃষকদের পাটের ন্যায্য মূল্য প্রাপ্তি ও বেকারত্ব দূর করার উদ্দেশ্যে আমরা গোল্ডেশিয়া জুট মিলটি তৈরী করেছি। এতে জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এলাকার মানুষ নিজের বাড়ীতে থেকে-খেয়ে কাজ করতে পারছে। তিনি পাট ক্রয় কেন্দ্রে ন্যায্য মূল্যে পাট বিক্রির জন্য পাট চাষীদের প্রতি আহ্বান জানান।
পাট ক্রয় কেন্দ্র ফাইভ স্টারের সত্ত্বাধিকারী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস বলেন, এখানে ন্যায্য মূল্যে নগদ টাকায় পাট ক্রয় হবে। পাট ক্রয়ের ক্ষেত্রে শতভাগ সঠিক ওজন নিশ্চিত করা হবে এবং পাট ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।