Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ পেলেন একই পরিবারের তিন বাংলাদেশী

॥ওবায়দুল হক মানিক॥ ১০বছর মেয়াদী ‘গোল্ডেন ভিসা’ পেলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একই পরিবারের তিন বাংলাদেশী ব্যবসায়ী।
তারা হলেন ঃ আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, তার ছেলে এমাদুর রহমান ও ভাই এম অলিউর রহমান। তাদের মধ্যে মাহতাবুর রহমান নাসির গত ১৬ই জুন এবং আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান এম অলিউর রহমান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমাদুর রহমান চলতি মাসের প্রথম সপ্তাহে এই গোল্ড কার্ড লাভ করেন। এর আগে আরও দুই বাংলাদেশী ব্যবসায়ী আমিরাতের এই সম্মানজনক ভিসা লাভ করেন। তারা হলেন-দুবাই ভিত্তিক ব্যবসায়ী মাহবুবুল আলম মানিক এবং রাস আল খাইমায় বসবাসরত ব্যবসায়ী আখতার হোসাইন।
গোল্ড কার্ড ভিসা হচ্ছে আমিরাতের ১০ বছর মেয়াদী ভিসা। আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ঘোষিত ‘গোল্ড কার্ড’-এর প্রথম ধাপে যোগ্যতা সম্পন্ন ৬হাজার ৮শত জন প্রবাসীর একটি তালিকা তৈরী করা হয়েছিল।