॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২০শে আগস্ট রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৮জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশা খাঁ(৩৮), ইয়াবাসহ মাদক বিক্রেতা শামীম খান(৩৫), রিপন খান(২৯) ও মিলন প্রামানিক(৩৪), দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাত দলের সদস্য শাহিন প্রামানিক(২০) ও ওবায়দুল শেখ (১৯), ওয়ারেন্টভুক্ত আসামী ডাবলু মন্ডল(৩০) ও বাহারুল ইসলাম (২৪)কে গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে পৃথক অভিযানে উপজেলার যশাই ইউপির পারভেল্লাবাড়ীয়া ব্রিজের নিকট থেকে এস.আই জাকির হোসেন ও এএসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ১টি স্টিলের ধারালো চাপাতি, ১টি বড় ধারালো ছুড়া ও ২টি বাঁশের লাঠিসহ মৌরাট ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামের আজিজ শেখের ছেলে ডাকাত দলের সদস্য ওবায়দুল শেখ ও কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির হবিবর প্রামানিকের ছেলে ডাকাতদলের সদস্য শাহিন প্রামানিক, এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশ ২১পিস ইয়াবাসহ মাছপাড়া ইউপির পেচুয়াট গ্রামের মৃত সালাম খানের ছেলে শামীম খান, একই গ্রামের খলিল খানের ছেলে রিপন খান ও মাছপাড়া গ্রামের আব্দুল গফুর প্রামানিকের ছেলে মিলন প্রামানিক, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই মনজুসহ সঙ্গীয় পুলিশ সিআর ২৫৯নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পাট্টা ইউপির জোনাপাট্টা গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে ডাবলু মন্ডল, এএসআই মাসুদুল ইসলাম, এএসআই মুকুল মোল্লা, এএসআই এনায়েত হোসেন ও এএসআই দেলোয়ারসহ সঙ্গীয় পুলিশ সিআর ৫৯১/১৮ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পাট্টা গ্রামের তমসেল মন্ডলের ছেলে বাহারুল ইসলাম, কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কায়সার হামিদসহ সঙ্গীয় পুলিশ জিআর ৭৮/১৮, দায়রা ১৯০/১৮নং মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লোহাবাড়ীয়া গ্রামের অকিল উদ্দিন খাঁর ছেলে বাদশা খাঁকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাংশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৮জন গ্রেফতার
