Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এমপি কাজী কেরামতের সাথে রাজবাড়ী জেলা ডেইরী মালিকদের সৌজন্য সাক্ষাৎ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সাথে তার বাসভবনে গতকাল ২০শে আগস্ট রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ডেইরী মালিক ওনার্স এসোসিয়েশনের সদস্যরা। সৌজন্য সাক্ষাৎকালে তারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় রাজবাড়ী জেলা ডেইরী মালিক ও নার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল বারেক, সদস্য মোঃ আইনাল আবেদীন, সদর উপজেলার কমিটির সহ-সভাপতি আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সাত্তার মোল্লা, বালিয়াকান্দি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমানসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজবাড়ী জেলা ডেইরী মালিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর কাছে দুধ বিক্রি ও সংরক্ষণের জন্য সেল সেন্টার স্থাপন এবং খামারীদের কাছ থেকে বিদুতের বাণিজ্যিক বিল বন্ধ করে কৃষি নেয়ার জন্য দাবী জানান।