॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল ২০শে আগস্ট কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে বাজার তদারকী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা এবং ক্ষতিকর হাইড্রোজ মিশ্রিত ১০/১২ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ এবং লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
কালুখালীর লাড়িবাড়ী বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
