Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নগরকান্দার জোড়া খুনের সাথে জড়িতদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন-মানববন্ধন

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাচাইল গ্রামের ব্যাংক কর্মকর্তা রওশন আলী মিয়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজুল ইসলাম তুহিনের খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নিহতদের পরিবারের আয়োজনে গতকাল ১৯শে আগস্ট দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত মিরাজুল ইসলাম তুহিনের বড় বোন ড. আসমা বেগম বলেন, গত ১০ই আগস্ট বিকালে কাচাইল মসজিদে নামাজ শেষ করে আমাদের পরিবারের লোকজন বের হওয়ার সময় হানিফ ও হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে ১০/১২জন আহত হয়। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে রওশন ও তুহিন মারা যায়। আহত অন্যান্যদের এখনো ফরিদপুর ও ঢাকায় চিকিৎসা চলছে।
এ ঘটনায় পুলিশ হানিফসহ কয়েকজনকে আটক করেছে। বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মলনে কাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, নিহত তুহিনের পিতা রায়হান মাতুব্বর, নিহত রওশনের বড় ভাই ওসমান মুতুব্বর, রওশনের স্ত্রী সামিয়া ও মেয়ে তৃষ্ণাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর ফরিদপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় আধা-ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।