আমার স্ত্রী মোছাঃ তনিমা নাসরিন ইতি(৩৬) গত ১৬ই আগস্ট দুলাভাইয়ের বাড়ীতে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। তার উচ্চতা ৫ফুট ২ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল পিট পর্যন্ত। সে মানসিকভাবে অসুস্থ্য। রাজবাড়ী থানার জিডি নং-৮৯৬, তাং-১৬/৮/২০১৯ইং। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ স্বামী-খন্দকার মাহ্ফুজুর রহমান, সাং-লক্ষীকোল, থানা ও জেলা-রাজবাড়ী। মোবাইল ঃ ০১৭২৫-৮০৪৪০৭।
নিখোঁজ সংবাদ॥সন্ধান দিন
