Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে গাংনীর পিকনিকের বাস উল্টে ১জন স্কুল ছাত্র নিহত॥২০আহত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় গতকাল ১৬ই আগস্ট ভোর রাতে পিকনিকের বাস উল্টে চাপা পড়ে শামীম(১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২০জন আহত হয়েছে। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত শামীম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের শফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়তো।
পাংশা হাইওয়ে থানার অফিসার ওসি এস.এম জাহাঙ্গীর আলম জানান, কুয়াকাটায় পিকনিক শেষে গত বৃহস্পতিবার রাতে বাসটি মেহেরপুরে ফিরছিলো। রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি খাদে পড়ে যায়। এ সময় শামীম নামের ছেলেটি জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে মারা যায়। এছাড়া বাসের আরও ২০জন যাত্রী আহত হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জোরদার জানান, গত বুধবার মেহেরপুর থেকে একটি বাস যোগে ৪০জন পটুয়াখালীর কুয়াকাটায় পিকনিকে যায়। ফেরার পথে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজবাড়ীর কালুখালীতে পৌছলে বাস চালক ঘুমিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। পরে সংবাদ পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহত শামীমের মরদেহ ও আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।