Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেনের খানের পিতার ইন্তেকাল

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন খানের পিতা আলহাজ্ব এন্তাজ উদ্দিন খান(৯৬) গতকাল ১৬ই আগস্ট ভোর সোয়া ৬টায় ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার বাদ আসর ইসলামপুর ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ শহীদনগর গোরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মোঃ শাহজাহান আলী মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এডঃ এম.এ খালেক এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহছানুল হাকিম সাধন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, জেলা বিএনপির উপদেষ্টা ও জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গসহ সহ¯্রাধিক মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম এন্তাজ উদ্দিন খান ১৯২৩ সালে ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান আমলে একাধিকবার জনপ্রতিনিধি নির্বাচিত হন এবং এলাকার যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতিসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলেদের মধ্যে বড় ছেলে আবুল হোসেন খান জেলা বিএনপির সহ-সভাপতি, বালিয়াকান্দি উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেজো ছেলে মনছুর আলী খান ১ম শ্রেণীর ঠিকাদার ও ব্যবসায়ী, তৃতীয় ছেলে মোঃ কাইমুজ্জামান খান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, চতুর্থ ছেলে মোঃ ফারুকুজ্জামান খান কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ছেলে ডাঃ মোঃ নুরুজ্জামান ঢাকার শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক।