Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে রেল শ্রমিক নেতা গোলাম মোর্শেদের স্মরণ সভা

॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী শাখার আয়োজনে সংগঠনের সাবেক সভাপতি ও সিপিবি নেতা গোলাম মোর্শেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই আগস্ট বিকালে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভায় রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব দিদারের সভাপতিত্বে সংগঠনের রাজবাড়ী শাখার উপদেষ্টা ও জেলা সিপিবি’র সাবেক সভাপতি কমরেড আবুল কালাম, অন্যান্যের মধ্যে জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ কমলা কান্ত চক্রবর্তী বাবন, জেলা রেল শ্রমিক দলের সভাপতি ওসমান গণি, শ্রমিক জোটের সভাপতি পরিমল অধিকারী, জেলা রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম, রেল শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা জাসদের(আম্বিয়া) সভাপতি স্বপন কুমার দাস, সাবেক শ্রমিক নেতা আবুল হোসেন ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, আলাউল হক বিশ^াস খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, গোলাম মোর্শেদ সারা জীবন মেহনতি মানুষের পক্ষে কাজ করে গেছেন। তার আদর্শ কোন দিন এদিক-সেদিক হয়নি। তিনি যে আদর্শ নিয়ে লড়াই করেছেন, আমরা সবাই মিলে সেই আদর্শ প্রতিষ্ঠা করবো। তাহলে তার সারা জীবনের সংগ্রাম সার্থক হবে।
স্মরণ সভা শেষে গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে জুম্মার নামাজ শেষে রেল কোলনী জামে মসজিদ ও হাজী বাড়ী বায়তুল ফালাহ জামে মসজিদে গোলাম মোর্শেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।