॥স্টাফ রিপোর্টার॥ সোনালী অতীত ক্লাব রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ১৪ই আগস্ট বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানস্থ সংগঠনের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সাবেক সাঁতারের কোচ এরশাদুন্নবী সেলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ্ব শের আলী শরীফ, সালাউদ্দিন জগলু, আব্দুস সামাদ রাশেদ, এডঃ মোজাম্মেল হক, এডঃ আহমেদ আলী বাটু, মাহমুদ কবির লাবু, রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, সোনালী অতীত ক্লাব রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ রুহুল আমীন হীরা। অনুষ্ঠানে সকলের মধ্যে ক্লাবের জার্সি বিতরণ করা হয়। পরে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সোনালী অতীত ক্লাব রাজবাড়ী জেলা শাখার ঈদ পুনর্মিলনী
