Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় শোক দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত

॥রঘুনন্দন সিকদার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যাল মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণের পর এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দুপুরে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল আলম সূফির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহাউদ্দিন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।