Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

॥কালুখালী প্রতিনিধি॥ যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট কালুখালী উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ৯টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর চাঁদপুর বাসস্ট্যান্ডে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, কালুখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকগণ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
কালুখালী মহিলা কলেজ ঃ দিবসটি উপলক্ষে কালুখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা শোক র‌্যালী বের করে। র‌্যালীটি কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদের নেতৃত্বে চাঁদপুর বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
কালুখালী সরকারী কলেজ ঃ দিবসটি উপলক্ষে কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থীরাও শোক র‌্যালী বের করে। র‌্যালীটি কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসানের নেতৃত্বে চাঁদপুর বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ঃ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) মোঃ আকামত আলী এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ চাঁদপুর বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই আমাদেরকে তার হাতকে শক্তিশালী করতে হবে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ খালেক মাস্টার, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, দেওয়ান আরাফাত হোসেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পর বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।