॥মোকলেছুর রহমান॥ অতীতের স্মৃতি নিয়ে নতুন করে জাগ্রত করি এ শ্লোগানে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ১৯৭২ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে বাল্য বন্ধু মিলন মেলার আয়োজন করেছেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি ও আক্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কেএম আক্তারুজ্জামান।
গতকাল ১৪ই আগস্ট কে এম আক্তারুজ্জামানের জন্মভূমি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়ায় আয়না আদর্শ একাডেমী স্কুলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাল্য বন্ধুদের এক সাথে পেয়ে অনেকেই আবেগে আপ্লুুত হয়ে উঠেন। এ সময় একে অপরের স্মৃতি চারণ করেন তারা। এছাড়াও যে সমস্ত বন্ধুরা চিরতরে চলে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বাল্য বন্ধুদের মাঝে উপহার স্বরুপ ছাতা ও রজনীগন্ধার স্টিক বিতরণ করাসহ বন্ধুদের সাথে প্রীতি ভোজে অংশ নেন কে এম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে আক্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাংলা টিভির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান বলেন, প্রিয় বন্ধুরা আজ আমরা ৪৭ বছর পরে সবাই একত্রিত হতে পেরে নিজেকে অনেক বেশি ধন্য মনে হচ্ছে কারণ কখন কার মৃত হয় বলা যায় না, কোটি কোটি টাকা, কোটি টাকার বাড়ী, কোটি টাকার গাড়ী কিছুই সাথে যাবে না, আজ মরলে কাল হবে দু’দিন। তাই আজকের এই দিন আর ৪৭ বছরের সেই দিন এক নয়। এ সময় তিনি আগামী দিনে প্রিয় বন্ধুদের নিয়ে ব্যাপক অনুষ্ঠান করার প্রস্তাব রাখেন পাশাপাশি বাল্য বন্ধু মিলন মেলা করার জন্য একটি সাব কমিটি গঠন করেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ারুল ইসলাম, আয়না আদর্শ একাডেমীর অধ্যক্ষ এ কে এম শওকত আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেছমত আলী দেওয়ান, হোঙ্গলাডাঙ্গী এম.আই কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, শফিকুল আলম কুটি মনি, প্রাক্তন ফুটবলার লিয়াকত আলী, মিজানুর রহমান, হাচিনা চৌধুরী, অনিমা রানী, যমুনা রানী সিকদারসহ প্রায় ৪০জন ১৯৭২ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
কালুখালীতে বাল্য বন্ধু মিলন মেলায় বাংলা টিভির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান
